WB Librarian Recruitment 2024 – ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WBCSC) লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ নীচে সংক্ষেপে দেওয়া হল।
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন |
পদের নাম | লাইব্রেরিয়ান |
আবেদন করার শেষ তারিখ | ২০শে এপ্রিল, ২০২৪ |
নতুন চাকরির খবর – ৬০০০ শূন্যপদ! বড় এই কোম্পানিতে চাকরি পেতে আজই করুন আবেদন
শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা
১) অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অবশ্যই লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সে কমপক্ষে ৫৫% নম্বর সহ (WB Librarian Recruitment 2024) স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে। প্রার্থীদের একটি ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকা আবশ্যক এবং লাইব্রেরির কাজের জন্য কম্পিউটার জানা বাধ্যতামূলক।
এছাড়া, আপনাকে অবশ্যই UGC বা CSIR দ্বারা পরিচালিত প্রাসঙ্গিক বিষয়ে NET অথবা SLET/SET-এর মতো UGC দ্বারা স্বীকৃত অনুরূপ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পিএইচডি করা ব্যক্তিরাও অগ্রাধিকার পাবে।
২) আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তফসিলি জাতি / তফসিলি উপজাতির বিভাগের প্রার্থীদের জন্য ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC-A এবং OBC-B) (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের জন্য ৩ বছর এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে।
বেতন স্কেল ও পদের নাম (WB Librarian Recruitment 2024)
১) পে লেভেল ১০ অনুযায়ী, ৫৭,৭০০/- টাকা বেতন দেওয়া হবে।
২) যে পদে নিয়োগ করা হবে সেটি হলো – লাইব্রেরিয়ান
নির্বাচন প্রক্রিয়া ও এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
১) ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে এবং এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।
২) wbcsconline.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি।
আবেদন পদ্ধতি (WB Librarian Recruitment 2024)
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের www.wbcsconline.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। নির্ধারিত ফি পেমেন্ট করার পরে এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/স্বীকৃতি স্লিপ কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। ভবিষ্যতের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে।
Official Website | Click Now |
Apply Online | Click Now |
Official Notification | Download Now |
নতুন চাকরির খবর – গ্রাম পঞ্চায়েত নিয়োগের ফর্ম ফিলাপ Step by Step, ভুল হলে ফর্ম বাতিল হবে
বি:দ্র: উক্ত সংসার সঙ্গে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ভাবেই যোগাযোগ নেই। আমরা শুধু সরকারি এবং উচ্চ বেসরকারি চাকরির খোঁজখবর দিয়ে থাকে। প্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের কোন হাত থাকে না।