WB District Hospital Recruitment 2024 – আপনি কি দীর্ঘদিন ধরে মেডিকেল ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তবে আপনার জন্য এই প্রতিবেদন এনেছে এক দুর্দান্ত সুযোগ। পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে খুব শীঘ্রই কর্মী নিয়োগ হবে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন বেতন থেকে শুরু করে আবেদন পদ্ধতি পর্যন্ত সমস্ত কিছুই প্রতিবেদনে উল্লেখ করা হলো।
নিয়োগ সংস্থা | ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল |
পদের নাম | MT Lab Technician |
ইন্টারভিউ তারিখ | ২৮/০৩/২০২৪ |
নতুন চাকরির খবর – খাদ্য দপ্তরে DEO, MTS পদে নিয়োগ, লিখিত পরীক্ষা দিতে হবে না
মোট শূন্যপদ (WB District Hospital Recruitment 2024)
উক্ত পদে মাত্র ২টি পদ খালি রয়েছে।
বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স অবশ্যই ৪০ বছরের মধ্যে থাকতে হবে।
বেতন
যে সমস্ত প্রার্থীদের বাছাই করা হবে তাদের বেতন ধার্য করা হয়েছে ১৭,০০০/- টাকা।
যোগ্যতা
আবেদন কারীদের ডব্লিউবি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি/এআইসিটিই দ্বারা স্বীকৃত পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা/গণিত এবং DMLT সহ একটি স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ বাধ্যতা মূলক।
নিয়োগ পদ্ধতি
দু’রকম পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। প্রথমে কম্পিউটার পরীক্ষা এবং পরে ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
উক্ত পদের জন্য অফলাইন বা অনলাইন কোন মাধ্যমেই আবেদন করা যাবে না। আবেদন পত্রের PDF A4 সাইজ পেপারে ডাউনলোড করে তার মধ্যে যাবতীয় তথ্য পূরণ করে সমস্ত ডকুমেন্টসহ ইন্টারভিউয়ের ঠিকানায় নিয়ে যেতে হবে।
Official Website | Click Now |
Official Notification | Download Now |
নতুন চাকরির খবর – রাজ্যের ব্লক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ
বি:দ্র: আমরা কেবলমাত্র যেকোন সরকারি বা উচ্চ বেসরকারি চাকরির তথ্য দিয়ে থাকি। সংস্থার সঙ্গে আমাদের সরাসরি কোন যোগাযোগ থাকে না। তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের কোন হাত থাকে না। আবেদনকারীদের বলা হচ্ছে অবশ্যই তারা যেন অফিশিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন পড়ে সমস্ত তথ্য যাচাই করে নিয়ে তারপরেই আবেদন করে।