BDO Office Staff Recruitment 2024 – রাজ্যের ব্লক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BDO Office Staff Recruitment 2024 – শুধুমাত্র ইন্টারভিউ’র মাধ্যমে রাজ্যের ব্লক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যে সকল চাকরির অপেক্ষায়রত প্রার্থীরা মোটা বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। কোনরকম পরীক্ষা ছাড়াই মিলবে এই মোটা বেতনের চাকরি।

ব্লক দপ্তরের কোন পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে ? কিভাবে এই পদে আবেদন জানাবেন ? এই পদের জন্য কত বছর বয়সে প্রয়োজন ? কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন ? ইত্যাদি সমস্ত খুঁটিনাটি তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে। আসুন প্রতিবেদন অধ্যয়নের মাধ্যমে সমস্ত তথ্য জেনে নিই।

নিয়োগ সংস্থারায়না-১ উন্নয়ন ব্লক দপ্তর
পদের নামঅ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট
আবেদন করার শেষ তারিখ২৩/০৩/২০২৪

নতুন চাকরির খবর –রেল কোচ ফ্যাক্টারিতে তে প্রচুর শূন্যপদ, দেরি না করে আজই করুন আবেদন

বয়সসীমা

এই পদে শুধুমাত্র নির্দিষ্ট বয়সসীমা পর্যন্তই প্রার্থীরা আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৫ বছরের নিচে হতে হবে। এই বয়সের মধ্যবর্তী যেকোনো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী আবেদন জানাতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা (BDO Office Staff Recruitment 2024)

এই পদের ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীদের নিচের কয়েকটি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। শুধুমাত্র নিচের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে।

১) ইচ্ছুক আবেদনকারীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হতে হবে।
২) প্রার্থীদের সরকারী অ্যাকাউন্টে কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) প্রার্থীর ভাল শারীরিক সুস্থতা থাকতে হবে ।

শূন্যপদ ও বেতন

এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে মোট শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন। এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১১,০০০/- টাকা করে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া (BDO Office Staff Recruitment 2024)

এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে প্রার্থীদের নিযুক্ত করার আগে যাচাই করনের জন্য কোনরকম পরীক্ষা দিতে হবে না। নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। এই পদে প্রার্থীদের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক আবেদনকারীদের এই পদে আবেদনের জন্য অনলাইন কিংবা অফলাইন কোনো মাধ্যমেই আবেদন জানাতে হবে না। আবেদন জানানোর জন্য ইচ্ছুক আগ্রহী (BDO Office Staff Recruitment 2024) প্রার্থীদের নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, জন্ম তারিখ, বয়স, ম্যাটারাল স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা, বৈধ মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি নির্ভুল তথ্য সহকারে সঠিকভাবে বায়োডাটা বানাতে হবে।

তারপর আগ্রহী প্রার্থীদের রায়না ১ ডেভেলপমেন্ট ব্লক ২৩/০৩/২০২৪ তারিখে সকাল ১১.০০ AM থেকে ১.০০PM এর মধ্যে সম্পূর্ণ বায়ো-ডেটা এবং সমস্ত প্রয়োজনীয় সহায়ক নথিপত্রের জেরক্স কপি নিয়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) সংযুক্ত বিন্যাসে বায়ো-ডেটা সার্টিফিকেট।
২) মাধ্যমিক অ্যাডমিট কার্ড
৩) PPO/পেনশন নথিপত্র
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৫) ভোটার আইডি কার্ড
৬) আধার কার্ড
৭) দুটি কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি।

Official WebsiteClick Now
Official NotificationDownload Now

নতুন চাকরির খবর –খাদ্য দপ্তরে DEO, MTS পদে নিয়োগ, লিখিত পরীক্ষা দিতে হবে না

বি:দ্র: উক্ত সংসার সঙ্গে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ভাবেই যোগাযোগ নেই। আমরা শুধু সরকারি এবং উচ্চ বেসরকারি চাকরির খোঁজখবর দিয়ে থাকে। প্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের কোন হাত থাকে না।